চোরের পরিচয় চেয়ে ফেসবুকে পুলিশের পোস্ট ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ জুলাই ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মোটরসাইকেল চোরের পরিচয় জানতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে থানা পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় ফেসবুকের ‘সোনাইমুড়ী থানা’ আইডিতে দেয়া পোস্টটি কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই স্ট্যাটাসে অভিযুক্ত ব্যক্তির দু’টি ছবি পোস্ট করা হয়। পোস্টে অনেকে চোরকে তিরস্কার করার পাশাপাশি সহযোগিতার হাত বাড়ানোর কথাও জানাচ্ছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘এই অজ্ঞাত যুবক সোনাইমুড়ী থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ তার নাম-ঠিকানা সম্পর্কে কিছুই জানে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অজ্ঞাত ওই যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।’

ওসি বলেন, ‘তার নাম ঠিকানা জানতে সিসিটিভির ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। আইনগত প্রক্রিয়াও চলমান আছে।’

ইকবাল হোসেন মজনু/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।