নোয়াখালীর করোনা হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু
নোয়াখালীর ১২০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হয়ে এবং অপর তিনজন উপসর্গ নিয়ে মারা যান।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন- নোয়াখালী সদর উপজেলার শান্তিনগরের নুর নবী (৬২), পূর্ব কৃপালপুরের মো. শাহাব উদ্দিন (৬০), সোনাইমুড়ীর সাতরা গ্রামের আমিন উল্যাহ (৬৭), বেগমগঞ্জের আলীপুরের আবু ইউসুফ (৬০)।
শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নোয়াখালী পৌরসভার হরি নারায়ণপুরের আহমেদ হোসেন খান (৬৯), চাটখিলের শ্রীপুরের জসিম উদ্দিন (৬৫) ও লক্ষ্মীপুরের রায়পুরের মনোয়ারা বেগম (৭৫)।
শনিবার (১০ জুলাই) রাতে শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাশ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৬০ জন ভর্তি রোগীর মধ্যে করোনায় আক্রান্ত ৩১ জন। আর বাকিরা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি আছেন।
এদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় জানায়, শনিবার জেলায় করোনায় তিনজন মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এর মধ্যে একজন বেগমগঞ্জের ও দুইজন সদরের বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে জেলায় মৃতের সংখ্যা ১৫৭ জন।
এছাড়া শনিবার নতুন করে আক্রান্ত ১৯ জনসহ জেলায় মোট ১২ হাজার ৪৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলার ৯টি উপজেলার মধ্যে সাতটিতে আজ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৯টি মামলায় ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর