করোনায় খাবার-অক্সিজেনের সাহায্য চাইলে পৌঁছে দিচ্ছে ‘হটলাইন টিম’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১১ জুলাই ২০২১

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িছে ‘হটলাইন টিম’। খাবার বা অক্সিজেনের জন্য কেউ ফোন দিলেই বাড়িতে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন টিমের সদস্যরা। করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলার বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচারণাও চলাচ্ছেন তারা।

হটলাইন টিমের সমন্বয়ক ও জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জাগো নিউজকে জানান, করোনা মহমারিতে মানুষের পাশে দাঁড়াতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর হটলাইন টিম গঠন করেন। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য স্বেচ্ছাশ্রমে দিন রাত কাজ করছেন টিমের অন্তত ৫০ জন সদস্য।

তিনি আরও জানান, তারা করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফল, ওষুধ সরবরাহ করেছেন। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার অসচ্ছল দরিদ্র মানুষের বাড়িতে শিশু খাদ্যসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ হটলাইনে (01961581791) ফোন দিলে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছে টিমের সদস্যরা। এছাড়া অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে কেউ হটলাইনে ফোন দিলে পরিচয় গোপন রেখে খাদ্য সমাগ্রী পৌঁছে দেয়া হচ্ছে তাদের বাড়িতে। পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেনের প্রওয়াজন বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছ। এ কাজ করতে গিয়ে তাদের টিমের কয়েকজন সদস্য এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। এরপরও মানব সেবায় তাদের এ কাজ অব্যাহত আছে এবং থাকবে।

jagonews24

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, ‘করোনা মহামারির সময়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে জেলায় রেডক্রিসেন্ট সোসাইটি, স্কাউট ও হটলাইন টিম কাজ করছে। বিশেষ করে হটলাইন টিমের কাজ সবার দৃষ্টি কেড়েছে। হটলাইন টিমের মতো সবাইকে করোনা মোকাবিলাই এগিয়ে আসা উচিত।’

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জাগো নিউজকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষকে সেবা দেয়ার জন্য হটলাইন টিম গঠন করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত’দের খাদ্য, ওষুধ অক্সিজেনসহ সবধরনের সহযোগিতা করা হচ্ছে। করোনাকালে একটি মানুষও না খেয়ে থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমি শুরু থেকে এই বিষয়টি সমন্বয়ের কাজটি করছি। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ সবার সহযোগিতা তো রয়েছেই।’

মো. আরাফাত হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।