চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ জুলাই ২০২১

চাঁদপুরে মেঘনা নদী থেকে বিষাক্ত জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১২ জুলাই) ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে মেঘনা তীরবর্তী হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।

দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বাজারজাত করার উদ্দেশে নিয়ে যাওয়া হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসে। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককশিটে থাকা ৩৫ মণ বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। এ জব্দকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

তিনি আরো বলেন, এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।