ইট তুলে নেয়া সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১২ জুলাই ২০২১

নোয়াখালীর সেনবাগে দাবিকৃত টাকা না পেয়ে সড়কের ইট তুলে নেয়া মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সেই চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার।

তিনি বলেন, সংবাদটি জাগো নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছেন। পরে বিষয়টি তদন্তের জন্য সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডলকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলে অবহিত করা হয়েছে।

এর আগে, সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এলজিএসপির অর্থায়নে তিন লাখ টাকা ব্যয়ে কল্যান্দি হাইস্কুল-শাহাজীরহাট দুর্গামন্দির সড়ক থেকে সুবল সাহার বাড়ির দরজায় ৬২০ ফুট ইটের সলিংয়ের কাজ করেন চেয়ারম্যান।

পরে সড়কটির সুবিধাভোগী বাসিন্দাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করলেও স্থানীয়রা ওই টাকা দিতে অস্বীকার করেন। পরে গত কয়েক দিনে চেয়ারম্যান নিজের লোকজন দিয়ে সড়কের অনেকাংশের বসানো ইট তুলে নিয়ে যান।

এ ঘটনায় গত ৯ জুলাই জাগো নিউজে ‘টাকা না পেয়ে সড়কের ইট তুলে নিলেন ইউপি চেয়ারম্যান’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়।

ইকবাল হোসেন মজনু/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।