নোয়াখালীতে একদিনে শিশু ধর্ষণের ৩ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৩ জুলাই ২০২১

নোয়াখালীর হাতিয়া ও সেনবাগে গত ২৪ ঘণ্টায় তিনটি শিশু ধর্ষণের মামলা হয়েছে। সেনবাগের অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের একটি এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা দুটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

হাতিয়ার ওসি আবুল খায়ের বলেন, ‘বিয়ের প্রলোভনে এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে নির্যাতিতার ভাই মামলা করেছেন। অভিযুক্ত চরঈশ্বর ২ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে সুমনকে (১৯) গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গত ৮ জুলাই (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।’

অন্যদিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে ১১ বছর বয়সী একটি শিশু ধর্ষণ ও একই বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টায় দুটি মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় উপজেলার বীজবাগ ইউনিয়নের মধ্য বীজবাগ গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির করিম উল্যার ছেলে নুরুল আমিন (৩২) ও বিরামপুর গ্রামের ওমর ফারুককে (১৯) গ্রেফতার করা হয়েছে।’

এর মধ্যে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ধর্ষণ চেষ্টার আসামি ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নুরুল আমিনকে বুধবার (১৪ জুলাই) আদালতে নেয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।