ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের উপচেপড়া ভিড়, উধাও স্বাস্থ্যবিধি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২০ জুলাই ২০২১

আগামীকাল ঈদের আগেরদিন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে এসময় অধিকাংশ যাত্রীকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে মহাসড়কের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভোরে সড়কে ধীরে ধীরে বাস চলছিল। তবে দুপুর নাগাদ বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে গাড়ি না পেয়ে কেউ কেউ পিকআপ ভ্যানে করেও নাড়ির টানে বাড়িতে ছুটছেন।

jagonews24

এছাড়া বাসগুলোতে দুই আসনে একজন করে যাত্রী নেয়ার কথা থাকলেও দুই আসনে দুজন যাত্রী নেয়া হচ্ছে।

মোবারক হোসেন নামের এক যাত্রী বলেন, গৌরীপুর যাবো। দুই সিটে দুজন করে যাত্রী নেয়া হচ্ছে। আবার ভাড়াও অতিরিক্ত নিচ্ছে। উপায় না থাকায় বেশি ভাড়া দিয়েই গ্রামে যেতে হবে।

jagonews24

হনুফা বেগম নামের আরেক যাত্রী বলেন, ‘আমি ইলিয়টগঞ্জ যাবো। ২০০ টাকার ভাড়া চাচ্ছে ৩৫০ টাকা। আবার দুই সিটে দুজন করে নিবে।’

সজল মিয়া নামের এক বাস হেলপার বলেন, ‘আজকেই দুই সিটে দুজন করে নেব। আর নেব না।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে সড়কে গাড়ির চাপ ছিল। কিন্তু এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এস কে শাওন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।