ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২২ জুলাই ২০২১
ফাইল ছবি

গোপালগঞ্জে ঈদের দিন ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২১)। বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জুলাই) ওই তরুণী মামলা করলে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঈদের দিন বিকালে ওই তরুণী ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ভাগ্নেকে নিয়ে রেল লাইনে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে তিনজন যুবক ভাগ্নেদের সামনে থেকে মেয়েটিকে রেল লাইনের নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।’

অভিযোগের ভিত্তিতে পুলিশ শরিফুল ইসলামকে গ্রেফতার করে বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মেহেদী হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।