করোনা উপেক্ষা করে চাঁদপুরে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৩ জুলাই ২০২১

করোনা সংক্রমণ উপেক্ষা করে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের ত্রি-নদীর মোহনায় ঈদের আনন্দে মেতে ওঠেছে মানুষ। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কারো মাঝেই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের পর্যটনকেন্দ্র তিন নদীর মিলনস্থল মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে। মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয় মিলন মেলার। এ সময় বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রবণতা ছিল না।

jagonews24

ফরিদগঞ্জ থেকে আসা রাকিব-আসমা দম্পতি বলেন, ‘কালকে থেকে আবার বের হতে পারব কিনা জানি না, তাই আজকে একটু ঘুরতে বের হলাম।’

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানান, সকাল থেকেই জনসমাগম রোধে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ঈদ উপলক্ষে দর্শনার্থীর উপস্থিতি ছিল একটু বেশি। অন্তত চারবার অভিযান পরিচালিত হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা সকাল থেকেই কঠোর অবস্থানে থাকবে বলে জানান পুলিশ সুপার।

jagonews24

নজরুল ইসলাম আতিক/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।