মেঘনার পাড়ে ঘুরতে আসা মানুষের ঢল, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৪ জুলাই ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসা মানুষের ঢল নামে। সেখানে ছিল সব বয়সী মানুষের উপস্থিতি। শিশুদের জন্য ছিল নাগরদোলা, দোলনা ও হর্স রাইডিংয়ের ব্যবস্থা। বসে চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার অস্থায়ী দোকানও। এতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখে ছিল না মাস্ক।

শনিবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়নের বটতলা ও বকুলতলা একলাশপুরে গিয়ে এমন চিত্র দেখা যায়।

jagonews24

সেখানে বসা জুয়ার আসরে মনোমালিন্য হওয়ায় কিশোর যুবকদের মারামারি করতেও দেখা গেছে। ইঞ্জিনচালিত নৌকায় বাদ্যযন্ত্র বাজিয়ে হৈ-হুল্লোড় করতে দেখা যায়।

আব্দুল আউয়াল নামের এক দর্শনার্থী বলেন, ‘বাসায় বসে থাকতে ভালো লাগছিল না। তাই নদীর কিনারে একটু ঘুরতে এসেছি। এখানে এত মানুষের উপস্থিতি হবে বুঝতে পারিনি।’

jagonews24

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘লকডাউন বাস্তবায়নে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। নদীর কিনারে এমন ঘটনা জানা ছিল না। আগামীকাল সকাল থেকেই ওই স্থানে অভিযান পরিচালিত হবে। যদি এ ধরনের কিছু পরিলক্ষিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।