করোনা-উপসর্গে মেহেরপুরে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:২৩ এএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় ও দুইজন উপসর্গে মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ সময়ে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫০ জন ও ইয়েলো জোনে ৩৬ জন ভর্তি রয়েছেন। সঙ্কটাপন্ন রোগীরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে, অক্সিজেনের কোনো ঘাটতি নেই।’

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩১ জনের।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।