বগুড়ায় দুই মাদরাসাছাত্রীকে অপহরণ করে বিক্রির চেষ্টা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৭ জুলাই ২০২১

বগুড়ার নন্দীগ্রামে অপহৃত মাদরাসাপড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মারুফ হাসান (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মারুফ নন্দীগ্রাম উপজেলার মাহফুজার রহমানের ছেলে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এতথ্য জানায়।

এতে বলা হয়, ঈদুল আজহার পরের দিন মাদরাসাপড়ুয়া দুই বান্ধবী নিজ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। কিন্তু তারা বাড়ি ফিরে না আসায় তাদের আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেন। কোনো খোঁজ না পাওয়ায় অভিভাবকরা নন্দীগ্রাম থানা এবং র‌্যাব-১২ বগুড়াকে নিখোঁজের বিষয়টি জানায়।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে মারুফকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যমতে দুই মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী চক্র ওই দুই ছাত্রীকে ফুসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসেন। অপহরণকারী চক্র তাদের ভয় দেখিয়ে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করে। কিন্তু লকডাউনের জন্য কোনো সুবিধাজনক গাড়ি না পাওয়ায় তারা বগুড়া শহরে তাদের একটি বাসায় আটকে রাখেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অন্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতার অপহরণকারীর বিরুদ্ধে মামলা করে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।