সড়কে বের না হওয়ার শর্তে ৩০০ চালককে খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৮ জুলাই ২০২১

চলমান কঠোর বিধিনিষেধে সড়কে বের না হওয়ার শর্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ ইজিবাইক, মাহেন্দ্র ও লেগুনা চালকের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের হেলিপ্যাডে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম এবং মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি ও লবণ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চলমান বিধিনিষেধের মধ্যে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমরা ইজিবাইক, মাহেন্দ্র, লেগুনা চালকদের খাদ্য সহায়তা করেছি যাতে তারা ঘর থেকে বের না হন। আগামী ৫ তারিখ অবধি লকডডাউন কার্যকর করতে আমরা কঠোরভাবে মাঠে থাকব।’

মেহেদী হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।