টিকার রেজিস্ট্রেশন করতে দুই হাজার টাকা নিতেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৯ জুলাই ২০২১

টাঙ্গাইলে কোভিড-১৯ টিকার নিবন্ধন করে দিতে দেড় থেকে দুই হাজার টাকা ফি নেয়ার অপরাধে সাব্বির হোসেন রুবেল (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার নগরজালফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি- ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কমান্ডার (এএসপি) মো. এরশাদুর রহমান।

তিনি বলেন, চলমান মহামারি কোভিড-১৯ এর টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরজালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।