ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার ধুনটে পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোয়াদ হোসেন উপজেলার শৈলমারি গ্রামের রাসেল মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যায় ছোয়াদ হোসেন। এসময় পরিবারের সদস্যদের অগোচরে বাইরে খেলতে যায় শিশুটি। এক পর্যায়ে বাড়ির পাশে একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুজির পর স্বজনরা গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার জানান, ছোয়াদ হোসেনকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।
এএইচ/এএসএম