সিলেটে বিভাগে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩০ জুলাই ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন সিলেট জেলার।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে ১৪ জন সিলেট জেলার বাসিন্দা, অপর তিনজন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জন। নিহতদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৫৩৮। এছাড়া সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ৫৯ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট আটজনের মৃত্যু হয়েছে।

ছামির মাহমুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।