গাইবান্ধায় করোনায় আরও ৫ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) সিভিল সার্জন ডা. আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- গাইবান্ধা শহরের মোমিনুল ইসলাম, সদর উপজেলার ফলিয়া গ্রামের সুশীল মোহন্ত, সাঘাটা উপজেলার জাহেদা খাতুন, সেলিম মিয়া ও ভোলা মিয়া।
জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৯৫১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪১ জন।
জাহিদ খন্দকার/আরএইচ/এমকেএইচ