নির্মাণের আগেই ভেঙে পড়ল শহীদ মিনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৬ আগস্ট ২০২১

নির্মাণ কাজ শেয়ের আগেই ভেঙে পড়েছে নাটোরের বাগাতিপাড়ার যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে হালকা বৃষ্টিতেই ভেঙে পড়েছে শহীদ মিনারটি। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, এলাকার এক পাগল শহীদ মিনারটি ভেঙে ফেলেছে।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ প্রায় ৪০ হাজার টাকা দিয়ে শহীদ মিনারটি নির্মাণ শুরু হয়। সিঁড়িসহ তিন স্তম্ভ নির্মাণ করা হয়। বেদীর অংশে মাটি ভরাট করে রাখা হলেও তা ঢালাইয়ের কাজ শেষ হয়নি।

নিম্নমানের কাজের কারণেই শহীদ মিনারের স্তম্ভ ভেঙে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিদ্যালয়ের দফতরি কাম নৈশ প্রহরী মিন্টু বলেন, প্রায় এক মাস আগেই শহীদ মিনারটি ভাঙা দেখতে পাই। বিষয়টি নজরে আসার পরই প্রধান শিক্ষককে জানানো হয়।

jagonews24

স্কুলের প্রধান শিক্ষক নিলুফার নার্গিস বলেন, ৪০ হাজার টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ শুরু হলেও ওই টাকায় কাজটি শেষ করা যায়নি। নির্মাণে আরও প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন। বরাদ্দ পেলে পুরো কাজ শেষ করা সম্ভব হতো। কিন্তু তার আগেই শহীদ মিনার ভাঙার খবর পাই। তবে করোনা ও লকডাউনের কারণে কিছুটা দেরি হলেও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

স্কুল ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতি মাহাবুব আলম বলেন, একবছর আগে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। দায়িত্বকালীন সময়ে শহীদ মিনার নির্মাণ শুরু হলেও ভাঙার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, স্থানীয় এক পাগল শহীদ মিনারটি ভেঙেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

রেজাউল করিম রেজা/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।