রংপুর বিভাগে একদিনে আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯১ জনের।

সোমবার (৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের পাঁচজন, পঞ্চগড়ের একজন, নীলফামারীর তিনজন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের তিনজন ও গাইবান্ধার দুইজন রয়েছেন।

ডা. মোতাহারুল ইসলাম বলেন, এ সময়ে বিভাগে এক হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১০২ জন, পঞ্চগড়ের ৩৮ জন, নীলফামারীর ৩৬ জন, লালমনিরহাটের ২১ জন, কুড়িগ্রামের ৪২ জন, ঠাকুরগাঁওয়ের ৫৫ জন, দিনাজপুরের ৬৩ জন, গাইবান্ধার ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানায়, বিভাগে এখন পর্যন্ত এক হাজার ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে দিনাজপুরের ২৯৬ জন, রংপুরের ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ২০১ জন, নীলফামারীর ৭৫ জন, পঞ্চগড়ের ৬৫ জন, কুড়িগ্রামের ৫৮ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৪ জন রয়েছেন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৯৩ জন, রংপুরে ১১ হাজার ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ছয় হাজার ৫৬০ জন, গাইবান্ধায় চার হাজার ১৯১ জন, নীলফামারীর তিন হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে চার হাজার ৩৭ জন, লালমনিরহাটে দুই হাজার ৪৩৮ জন এবং পঞ্চগড়ে তিন হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৬ জনে।

জিতু কবীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।