মাগুরায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন আরেক ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৯ আগস্ট ২০২১

মাগুরায় চাচাতো ভাইকে লাঠির আঘাত থেকে বাঁচাতে গিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (সোমবার) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জাগো নিউজকে জানান, শত্রুজিৎপুর মোল্যা পাড়ার হাসিবের সঙ্গে পাট কেনা-বেচা নিয়ে নিহতের চাচাতো ভাই হাবিব ঝামেলায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ফারুক হোসেন চাচাতো ভাইকে উদ্ধার করতে গেলে নিজেই লাঠির আঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) গৌতম জাগো নিউজকে জানান, মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আরাফাত হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।