করোনা : নোয়াখালীতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৮৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১০ আগস্ট ২০২১

নোয়াখালীতে একদিনে আরও ২৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন আরও দুইজন।

করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১৭ হাজার ৯০৪ জন। এছাড়া জেলায় মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।

সোমবার (৯ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরের ৪৮ জন, সুবর্ণচরের তিনজন, হাতিয়ার একজন, বেগমগঞ্জের ৩৫ জন, সোনাইমুড়ির ৫৯ জন, চাটখিলের ৬৯ জন, সেনবাগের ২২ জন, কোম্পানীগঞ্জের ৩৩ জন এবং কবিরহাটের ১৩ জন রয়েছেন।

এদিকে জেলায় আইসোলেশনে আছেন পাঁচ হাজার ২৪৮ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৮৯ জন।

অন্যদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, জেলায় সোমবার (৯ আগস্ট) নয় উপজেলায় অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্যকারী ৭৩ জনকে ৬৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।