অনলাইনে ভুয়া জন্ম সনদ তৈরির অপরাধে যুবককে জরিমানা
নোয়াখালীর সুবর্ণচরে অনলাইনে ভুয়া জন্ম সনদ তৈরির অপরাধে মো. বাবলু নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুরে উপজেলার সামনের তুহিন কম্পিউটার থেকে টাকার বিনিময়ে ভুয়া অনলাইন জন্মসনদ দেয়া হচ্ছে শুনে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযোগের প্রমাণ পেয়ে তুহিন কম্পিউটারের কর্মচারী মো. বাবলুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। দণ্ডিত মো. বাবলু পূর্বচরবাটা গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।
উপজেলার ৬ নম্বর চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে (ইউপি) সচিব মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে মো. নাজিম উদ্দিন সোমবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম নিবন্ধনের অনলাইন কপি জমা দিতে গেলে তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়।
এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি উপজেলা গেট সংলগ্ন তুহিন কম্পিউটারের কর্মচারী মো. বাবলুর নাম প্রকাশ করেন।
পরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে এ ধরনের অনিয়মের সঙ্গে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেয়া হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস