হেলিকপ্টারে দুর্গম পাহাড়ে টিকা নিয়ে গেলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ আগস্ট ২০২১

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত বড়থলি ইউনিয়ন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কিছুটা পথ যাওয়া সম্ভব হলেও বাকি পথ যেতে পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই। বিলাইছড়ি উপজেলা থেকে ফারুয়া ইউনিয়ন হয়ে হেঁটে সেখানে যেতে লাগে কমপক্ষে চারদিন। বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে এই ইউনিয়নে হেঁটে যেতে লাগে দুদিন।

দুর্গম হওয়ার কারণে ও নিরাপত্তার কথা চিন্তা করে কেউই যেতে চান না ওই ইউনিয়নে। সরকারি সব সুবিধাও সঠিক সময়ে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। এ কারণে দেশের অন্য সব ইউনিয়নে গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হলেও এই ইউনিয়নে শুরু করা সম্ভব হয়নি।

অবশেষে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকা নিয়ে গেলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এই প্রথমবারের মতো ইউনিয়নটিতে কোনো সরকারি কর্মকর্তার পা পড়ল।

সকাল ১০টার দিকে কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উৎপাদন এলাকার হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে বড়থলি ইউনিয়নের উদ্দেশে রওনা দেন ইউএনও মো. মিজানুর রহমান। এ সময় টিকাদান কার্যক্রম পরিচালনা করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে তিনজন স্বাস্থ্যকর্মীও তার সঙ্গে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, ‘দুর্গম বড়থলি ইউনিয়নে ৬০০ জনকে এ টিকা দেয়া হবে। পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসাসেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে।’

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এর আগেও বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা-অসুবিধা দেখতে এবং ইউনিয়নের প্রকল্প পরিদর্শন করতে একাধিকবার উদ্যোগ নিয়েও দুর্গম এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারণে যাওয়া হয়নি। রাঙ্গামাটি জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে গণটিকাদান কার্যক্রম সফল করতে প্রথমবারের মতো এ ইউনিয়নে যাওয়া সম্ভব হচ্ছে।’

শংকর হোড়/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।