রেলওয়ের গোডাউন থেকে উধাও ৭৪০০ ফিশ প্লেট!
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের গোডাইন থেকে ৩৭টি স্টকের প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট (রেললাইনের দুটি বিটের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্যবহৃত ধাতব পাত) গায়েব হয়ে গেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত ও বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টোর হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে দীপক কুমার সিংহ। হিসাবের এক পর্যায়ে দেখা যায়, রেলওয়ের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট নেই। স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও রব্বানী এই স্টোরের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। তারাই এ ঘটনা ঘটিয়েছেন বলে অনেকেই দাবি করেছেন।

বোনারপাড়া প্রকৌশল শাখার গোডাউন থেকে ৩৭টি স্টকের (একেকটি স্টকে ২০০টি করে ফিশ প্লেট ছিল) প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মালামাল গায়েবের বিষয়ে জানতে চাইলে স্টোররুমের নিরাপত্তারক্ষী সবুজ মিয়া বলেন, ‘স্টোররুমের চাবি দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কাছে থাকে, আমরা পাহারা দেই। তিন বছরে এ মালামাল কী থেকে কী হলো আমরা বলব কীভাবে?’
বোনারপাড়া রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) দীপক কুমার সিংহ বলেন, ‘আমি স্টোররুমের দরজা খোলার পরে ফিশ প্লেট শর্ট (কমতি) দেখতে পাই। পরে হিসাব করে দেখা যায়, সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব। বিষয়টি বোনারপাড়া রেলওয়ে থানার কর্মকর্তাকে জানিয়েছি।’

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) মো. মাজেদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাহিদ খন্দকার/এসআর/জেআইএম