চাকরির আড়ালে ইয়াবা বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১০ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ায় ১২৩ পিস ইয়াবাসহ সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী মো. বেলাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় ওসখালী বাজারের তালুক সুপার মার্কেটের শামীম এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হাতিয়া উপজেলার চরকৈলাস গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, ‘বেলাল হোসেন সরকারি অফিসের কাজের ফাঁকে রমরমা ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার বেলালকে আইনগত প্রক্রিয়া শেষে হাতিয়া থানায় সোপর্দ করা হবে। দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীতে মাদক ব্যবসা নির্মূলে কোস্টগার্ড সচেষ্ট রয়েছে।’

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।