বেগমগঞ্জে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১১ আগস্ট ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ মো. আরমান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান সিকদার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মো. আরমানের পৌর শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ টি বিভিন্ন সাইজের ছুরি, ৯ বোতল ফেনসিডিল, ১৫ বোতল বিদেশি মদ, তিন কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৯ হাজার ৭১০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

মো. আরমান পৌর হাজীপুরের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী রুবেল হোসেন প্রকাশ জামাই রুবেলকেও (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি সেনবাগ উপজেলার বীরনারায়ণপুর গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে আগের আটটি ও জামাই রুবেলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বিকেলে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।