বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৩ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক তরুণী। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন হৃদয় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. ফরহাদ হোসেন হৃদয় ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের মো.কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আসামি হৃদয়কে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন হৃদয়। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়েতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর মা হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ইকবাল হোসেন মজনু/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।