বেগমগঞ্জে অস্ত্র-মাদকসহ ১০ মামলার আসামি গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-মাদকসহ ১০ মামলার পলাতক আসামি মো. ইউসুফ খানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ইউসুফ খান ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, মো. ইউসুফ পুলিশ দেখে টিনের বেড়া ভেঙে পালাতে গিয়ে আহত হন। তাকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি ও মাদক আইনে ছয়টি মামলা রয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম