নোয়াখালীতে বিএনপি নেতা হত্যার ঘটনায় আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা (৫০) হত্যার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আলী আহমদের ছেলে মো. সোহাগ (২৪) ও নুর মোহাম্মদের ছেলে মো. মিলন হোসেন (২৫)।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে মাঠে নেমেছে।

তিনি বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এ ঘটনায় শনিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।