পালিয়ে আসা সেই রোহিঙ্গাদের ভাসানচরে ফেরত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৪ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে সেখানে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে নারী-শিশুসহ আট রোহিঙ্গাকে চরজব্বর থানা থেকে ভাসানচর থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক আট রোহিঙ্গাকে শনিবার দুপুরে ভাসনচরে পাঠিয়ে দেয়া হয়েছে। ভাসানচর থানা থেকে পুলিশের একটি দল এসে তাদের নিয়ে যায়।

ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, রোহিঙ্গাদের পূর্বের ক্লাস্টারে পৌঁছে দেয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরে সুবর্ণচরের আক্তার মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।