মোবাইলে বেজে ওঠা রিংটোনে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঝোপের ভেতর পড়ে থাকা মোবাইল ফোনে বেজে ওঠা রিংটোনের শব্দে উদ্ধার হলো শেখ হান্নান (৪২) নামের নিখোঁজ এক ব্যবসায়ীর মরদেহ।

রোববার (১৫ আগস্ট) দুপুর ১টায় উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামে বাড়ির সামনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শেখ হান্নান উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের শেখ বাড়ির মৃত শেখ আহসান উল্যার ছেলে। তিনি শনিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত শেখ হান্নান একজন চা দোকানদার ছিলেন। শনিবার রাত থেকে মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। এরপর রোববার দুপুর ১২টার দিকে আবারও কল দিলে বাড়ির সামনে ঝোপের ভেতর থেকে তার ফোন বেজে ওঠে। মোবাইল পাওয়ার পর আশপাশে খোঁজাখুঁজি করে ডোবায় তার ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।