বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২১

গাজীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছে এক স্কুলশিক্ষার্থী। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল থেকে মহানগরীর বিপ্রবর্থা এলাকায় ওই শিক্ষার্থী অনশন শুরু করেছে।

অনশনকারী ওই শিক্ষার্থীর ভাষ্যমতে, তিন বছর আগে শিশির বিশ্বাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শিশির তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। দুই মাস আগে ওই স্কুলশিক্ষার্থী বিয়ের জন্য চাপ দিলে শিশির সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেন। পরে মঙ্গলবার সকাল থেকে বিয়ের দাবিতে সে শিশিরের বাড়িতে আমরণ অনশনে বসে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক জানান, অনশনের বিষয়টি জানার পর ছেলে এবং মেয়ে দুই পরিবারের অভিভাবকদের ডেকে আনা হয়। তবে অভিযুক্ত ছেলে তিনদিন ধরে বাড়িতে না থাকায় মেয়ের কাছ থেকে ঘটনা শুনে পরিবারের সদস্যদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে অনশনকারী স্কুলশিক্ষার্থী এবং অভিযুক্ত ছেলের পরিবারের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে মীমাংসার জন্য বলা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।