গাজীপুরে রিসোর্টে অগ্রিম বুকিংয়ে সাড়া নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৯ আগস্ট ২০২১

সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকে দীর্ঘদিন বন্ধ থাকা গাজীপুরের রিসোর্ট ও পর্যটনকেন্দ্রগুলো খুলে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। আশানুরূপ বুকিং হচ্ছে না বলে জানিয়েছেন এখাত সংশ্লিষ্টরা। আগামী কয়েক দিনে পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করছেন তারা।

গাজীপুরে রয়েছে শতাধিক রিসোর্ট ও বেশকিছু বিনোদনকেন্দ্র। করোনা মহামারির কারণে দীর্ঘদিন এসব রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলে দেয়া হচ্ছে। তবে জেলার অন্যতম আকর্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক খোলার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাবিবুর রহমান।

jagonews24

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্র ইকো রিসোর্টের ব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন জানান, রিসোর্ট খুলে দেওয়ার ঘোষণার পর বুধবার (১৮ আগস্ট) পর্যন্ত খুব কম সংখ্যক বুকিং হয়েছে। তবে ধীরে ধীরে বুকিং বাড়বে বলে আশা করছেন তিনি।

সারাহ গার্ডেনের ব্যবস্থাপক মনির হোসেন জানান, আশানুরূপ বুকিং হচ্ছে না।

jagonews24

এদিকে জেলার সারাহ রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট, ফাউগান ইকো রিসোর্ট, নক্ষত্রবাড়ি, ছুটি রিসোর্ট, অঙ্গনা রিসোর্ট, সোহাগপল্লী, ঢাকা রিসোর্ট, ড্রিম স্কয়ার, রাঙ্গামাটি রিসোর্ট, গ্রিনটেক রিসোর্ট, গ্রিনভিউ রিসোর্ট, সাবাহ গার্ডেন, সী গাল, আনন্দ রিসোর্টসহ আরও অনেক রিসোর্ট খুলে দেওয়ার অপেক্ষায় থাকলেও বুধবার পর্যন্ত গড়ে শতকরা ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত অগ্রিম বুকিং হয়েছে।

jagonews24

রিসোর্ট সংশ্লিষ্টরা বলছেন, তাদের বেশিরভাগ বুকিং অনলাইনে হয়। করোনা মহামারির কারণে এখন পর্যন্ত আশানুরূপ বুকিং হয়নি। আশা করা হচ্ছে, আগামী দুদিনে এ সংখ্যা বাড়তে পারে। দীর্ঘদিন পর রিসোর্ট খোলা হলেও মানুষের চাহিদার ওপর ভিত্তি করে পরবর্তী সময় প্রি-বুকিংয়ের ওপর বিশেষ ছাড় দেওয়ার ঘোষণাও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।