পরিবেশ দূষণ করায় কারখানাকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৯ আগস্ট ২০২১

গাজীপুরে কারখানার ডাইংয়ের পানি ইটিপির মাধ্যমে সরাসরি মকস বিলে ফেলে পরিবেশ দূষণ করায় একটি কারখানাকে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

jagonews24

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব চান্দরা এলাকায় ডালাস ফ্যাশন লিমিটেড নামের একটি ডাইং কারখানার তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে ডাইংয়ের পানি সরাসরি মকস বিলে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। পরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখাানকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং যথাযথভাবে ইটিপি পরিচালনা ছাড়া ডাইং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।