ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২১

ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জলিল চৌধুরী (৪১), তহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের আফছার আলীর ছেলে রুবেল হোসেন (২৬), মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), এন্তাজ চৌধুরীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৪০), সোনা চৌধুরী (৩৮), তরজুল আলীর ছেলে শাহাদাত হোসেন (২৭), মৃত আলী হোসেনের ছেলে আলম আলী (৩৬), রফিকুল চৌধুরীর ছেলে রবিন হুড চৌধুরী (২৪), জহুরুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৯), রফিকুল ইসলামের ছেলে মিঠুন চৌধুরী (৩২), একই উপজেলার সিংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), গোলাম রসুলের ছেলে কাসেম আলী (৪৪), গাব্বার মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৩) ও মৃত জুনাব আলীর ছেলে হাসেম আলী (৪৯)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, তারা অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাকের থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।