ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে শিশুসহ ২৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১১ জন নারী ও তিনজন শিশু রয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে বাঘাডাঙ্গা ও খোশারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ৫৮ বিজিবির সদস্যরা।

jagonews24

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পৃথক অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বাঘাডাঙ্গা ও খোশারপুর গ্রামের মান্দারতালা, নিন্দাপাড়া, এবং বাঘাডাঙ্গা বাজার পাড়া এলাকা থেকে শিশুসহ ২৫ জনকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে ভারতের সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলো। এ ঘটনায় মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।