সাপের কামড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে বিষধর সাপের কামড়ে মো. নূর আলম হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে তাকে সাপে কামড় দেয়।

নিহত নূর আলম হাওলাদার নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (নাঙ্গুলি গ্রাম) মৃত মেনাজ উদ্দিন হাওলাদারে ছেলে। স্থানীয় আখড়পাড়া বাজারে তার মুদি দোকান রয়েছে।

নিহতের মামা সাইদুল ইসলাম জানান, রাতে মাছের ঘেরের ভিতরের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষক্রিয়া শুরু হলে গ্রাম্য ওঝা দিয়ে তাকে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. আতিকুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।