ঝিনাইদহে অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

ঝিনাইদহে যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ রফিকুল ইসলাম (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হলিধানী এলাকার সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপুরের হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে। উদ্ধার এক কেজি ৪২৫ গ্রাম স্বর্ণালঙ্কারের মূল্য ৪৯ লাখ ১৭ হাজার টাকা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, যাত্রীবাহি বাসে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে দেহ তল্লাসী করে এক কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এসব স্বর্ণালঙ্কার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গেল মাসের ২৬ তারিখে সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে যাত্রীবাহি বাস থেকে ১৮ লক্ষাধিক টাকা মূল্যের ২৬ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করে গোয়েন্দা পুলিশ।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।