বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের সভাপতি লিটন ও সম্পাদক জামিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দরস্থ বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের আব্দুর রহমান লিটনকে সভাপতি ও জামিল হোসেন চলন্তকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অ্যাসোসিয়েশন কার্যালয়ে আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।