জয়পুরহাটে পোলাও খেয়ে অসুস্থ অর্ধশতাধিক নারী-পুরুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে এক দাওয়াতে গিয়ে পোলাও খাওয়ার পর তিন গ্রামের অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ অবস্থায় ৪১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, বেলখুর গ্রামে কিছুদিন আগে বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। তার আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন বাকিলা, পানিখুর ও বেলখুর গ্রামের বাসিন্দারা। পরে সেখানে আমন্ত্রিত অতিথিদের পোলাও খাওয়ানো হয়। পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক নারী-পুরুষ।

jagonews24

বেলখুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডল বলেন, স্থানীয় মসজিদে দোয়া মাহফিল শেষে সবাইকে পোলাও খাওয়ানো হয়। ওইদিন রাত থেকেই শতাধিক মানুষের ডায়রিয়া শুরু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শাপলা বেগম (৩০) জানান, ডায়রিয়া শুরু হওয়ার পর প্রথমে তারা বাড়িতে চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থার অবনতি ঘটলে তারা হাসপাতালে ভর্তি হন।

jagonews24

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ৪১ জন রোগী বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেককে চিকিৎসা নিতে হচ্ছে।

রাশেদুজ্জামান/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।