স্কুলছাত্রী অপহরণে যুবকের ২৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

জয়পুরহাটে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণে মফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মফিজুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) ফুসলিয়ে রিকশাযোগে সদর উপজেলার আউশগাড়া গ্রামে নিয়ে যান। সেখানে রিকশা থেকে নামালে ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মফিজুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা করেন।

জয়পুরহাট আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী বলেন, আদালত শুনানি শেষে অল্প সময়ের মধ্যে এ রায় প্রদান করা হয়েছে। এতে দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এবং এ রায়ে আমরা খুশি।

রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।