শিশু ধর্ষণে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ৬০ বছরের সাজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে আবু সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবু সালাম পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বাচ্চা মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই পাঁচবিবি উপজেলার বীরনগরে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবু সালাম। একপর্যায়ে দুই শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেন। পরে দুই শিশুর বাবা মামলা করেন।

আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী বলেন, মামলার পর আদালতে দীর্ঘদিন শুনানি শেষে বিচারক এ রায় দেন।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।