করোনা: ফেনীতে আরও ৫ জনের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় ও তিনজন উপসর্গে মারা গেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছেন।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১৩ জন করোনা পজিটিভ ও বাকিদের উপসর্গ রয়েছে।
এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ৪৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে আট হাজার ৯৩৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৮ জন।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস