ঘুরতে বেরিয়ে লাশ হলেন দুই বন্ধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

ফেনীর ছাগলনাইয়া থেকে ঘুরতে বেরিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও শুভপুর ইউনিয়নের উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের খান সিটি সেন্টারের সামনে একটি কার্ভাডভ্যান আরিফ ও সাইফুলকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পাশের কমপোর্ট হাসপাতালে নেওয়া হলে আরিফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।