সহকর্মীকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে কাস্টমস কর্মকর্তা নিহত
সহকর্মীকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের ফুলবাড়ীয়ায় ট্রাকের ধাক্কায় শাহাজত আলী (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রেলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমোর্দ এলাকার বাসিন্দা। তিনি হিলি কাস্টমসের পরিদর্শক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আমিনুর রহমানকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য শাহাজত এবং হরিশচন্দ্রসহ হিলি থেকে একটি মোটরসাইকেলে তিনজন রওয়ানা দেন। পথে তারা ফুলবাড়ী উপজেলার রেলগেট বাজার এলাকায় পৌঁছালে পাথরবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাজত। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহত শাহাজত সহকর্মী হরিশচন্দ্র ও আমিনুর রহমানকে নিয়ে একটি বাইকে হিলি থেকে সৈয়দপুর বিমানবন্দর যাচ্ছিলেন। পথে ফুলবাড়ীর রেলগেট বাজার এলাকায় এলে দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক রাজিউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম