সোনাগাজীতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এজেন্ট আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১

ফেনীর সোনাগাজীতে এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্র বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মিজানুর রহমান রাসেল নামে একজন এজেন্টকে আটক করা হয়েছে। তিনি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন রিপনের উটপাখি প্রতীকের এজেন্টের দায়িত্বে ছিলেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভোটারদের প্রবাবিত করার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে।

jagonews24

সোনাগাজী পৌরসভায় ৯টি কেন্দ্রের ৫১টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৮৫। ভোটারদের মধ্যে নারী ভোটার ৭৮৫৮ এবং পুরুষ ভোটার ৮১২৭ জন। নির্বাচনে চারজন মেয়র ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯টি পদের বিপরীতে ২৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের দুটি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তাছমিম আক্তার নামে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নুর উল্লাহ কায়সার/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।