গভীর রাতে দুই মাদকাসক্তকে পুলিশে দিলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে দুই মাদকাসক্তকে পুলিশে দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুজনকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। পরদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

druge1

আটকরা হচ্ছেন বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মিজানুর রহমানের ছেলে আনোয়ার হোসেন রবিন ওরফে ইকবাল হোসেন (২১) ও চরহাজারী ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে শেখ আহমদ (৪৫)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

এদিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।