হাতিয়ায় জালভোট দিতে গিয়ে ধরা দুই সহকারী প্রিসাইডিং অফিসার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর হাতিয়ার জালভোট দেয়ার সময় দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে হাতেনাতে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান ও চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদরাসার সহকারী মৌলভী মো. বেলায়েত হোসেন। দুজনই নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসাররা বিভিন্ন মার্কায় সিল মারছেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আপাতত তাদের হাতিয়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।