ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:৪৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ঝালকাঠি সদর উপজেলার খেজুরিয়া গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ি সংলগ্ন আম গাছের ডালে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় আশোক মিস্ত্রি (১৭)। সে ওই গ্রামের অনিল মিস্ত্রির পুত্র।

তার নিকটাত্মীয় বিনয় চন্দ্র হালদার জানান, অশোক মিস্ত্রী মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। সোমবার সকালেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাওয়া যায়।

এ ঘটনার পর সদর থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি খলিলুর রহমান এ বিষয়ে জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আতিকুর রহমান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।