ফুলগাজীতে চেয়ারম্যানের ভাই-ছেলেসহ ৪ মাদককারবারি আটক
ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী থেকে মাদকসহ চার কারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফেনাপুষ্কারিনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন-আমজাদ হাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মির হোসেন মিরুর ছোট ভাই মো. লিটন মিয়া (৪০), সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মজুমদারের ছেলে অপু মজুমদার (৩০), সাবেক ইউপি সদস্য হাফেজ আহাম্মদের ছেলে মো. জহিরুল ইসলাম রুবেল (৪০) ও সিএনজি চালক মো. শিপন মিয়া (৩৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অংশে ১০০ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আবদুর রহিম জানান, জব্দ করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফুলগাজী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নুর উল্লাহ কায়সার/এফআরএম/এমএম